
অনলাইনে খাদি নিয়ে কাজ করে এমন অনেক উদ্যোক্তা আছে। কিন্তু সমস্যা হচ্ছে উদ্যোক্তা থাকলেও অনলাইনে পর্যাপ্ত পরিমাণে কন্টেন্ট নেই খাদি নিয়ে। যদি আমরা সবাই মিলে প্রতিদিন একটি করে কন্টেন্ট লিখি তাহলে অনলাইনে খাদির অনেক কন্টেন্ট হবে যা খাদির প্রচার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা শুধু সেলের চিন্তা করি। যদি অন্তত এক বছর সেলের চিন্তা বাদ দিয়ে আমরা বাংলাদেশের খাদিকে অনলাইনে পরিচিত করার পেছনে সময় দেই তাহলে এক বছর পর অনলাইনে খাদির যে পরিমাণ চাহিদা হবে তা আমাদের সবার জন্যই ভালো ফল বয়ে নিয়ে আসবে। কয়েকমাস ধরে আমি প্রতিনিয়ত খাদি নিয়ে লিখছি এবং এর ফলে একজন খাদি উদ্যোক্তা হিসেবে আমার যে অভিজ্ঞতা হচ্ছে তা আমার উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। একজন অনলাইন উদ্যোক্তার সবচেয়ে বেশি যেটা প্রয়োজন তা হচ্ছে পরিচিতি বৃদ্ধি করা। আর এটা সম্ভব নিয়মিত লেখার মাধ্যমে। আমরা কয়েকজন উদ্যোক্তা মিলে যদি খাদি নিয়ে প্রতিদিন লিখে যাই তাহলে অনলাইনে খাদি নিয়ে ভিন্ন ভিন্ন অনেক কন্টেন্ট পাওয়া যাবে।