ইদের জন্য খাদি পাঞ্জাবী নিয়ে এখন থেকেই কাজ শুরু করতে হবে
মোটামুটি পোশাকের বাজারে ইদের বেচা-কেনা শুরু হয়ে গেছে। কারন আগামী মাসের শেষের দিকেই ইদ। তাই অনলাইন এবং অফলাইন সর্বত্রই ইদের পোশাক নিয়ে সবাই আলোচনা করছে। প্রতি বছর ইদকে সামনে রেখে পোশাকের বাজারে পাঞ্জাবীর চাহিদা থাকে সবচেয়ে বেশি। আর পাঞ্জাবীর এই বাজার অনেকটাই দখল করে আছে কুমিল্লায় তৈরি খাদি পাঞ্জাবী।
প্রতি বছর পাঞ্জাবী বিক্রিতে কুমিল্লার খাদি পাঞ্জাবীর কথা উঠে আসে সবার আগে এবং এনিয়ে অনেক সংবাদও প্রচার হয়। কারন এদেশের মানুষের কাছে খাদি পাঞ্জাবী একটি আবেগের নাম এবং সেই সাথে পরতে আরামদায়ক হওয়াতে সব বয়সের পুরুষের কাছে পছন্দের শীর্ষে থাকে খাদি পাঞ্জাবী। তাই ইদের কথা চিন্তা করে আমরা যারা অনলাইনে খাদি নিয়ে কাজ করছি ক্রেতার চাহিদা পূরণে এখন থেকেই আমাদেরকে ইদের খাদি পাঞ্জাবী নিয়ে কাজ শুরু করতে হবে। পুরানো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন করে ক্রেতার পছন্দের পাঞ্জাবীটি তুলে ধরতে হবে ক্রেতার সামনে যেন তারা তাদের পছন্দের পাঞ্জাবীটি সঠিক সময়ে ক্রয় করতে পারেন।