
আমাদের দেশে প্রতিটি জেলায় নিজস্ব কিছু ঐতিহ্য রয়েছে যা ঐ জেলাকে ঘিরেই উৎপাদিত হয়ে থাকে। যেমন ঃ জামদানি যা নারায়ণগঞ্জ জেলার কিছু নির্দিষ্ট এলাকায় তৈরি হয়ে থাকে। তেমনি খাদি বলতেই আমরা কুমিল্লা জেলার কথা চিন্তা করে থাকি। এ জেলায় এমন অনেক ব্যবসায়ী আছেন যারা শত বছর ধরে চালিত তাদের পূর্বপুরুষদের কাজকে ধরে রাখার জন্য খাদি নিয়ে ব্যবসা করছেন। এরা কিন্তু সহজে নিজেদের পূর্বপুরুষের ব্যবসাকে ছেড়ে দিতে রাজি না। কষ্ট হলেও তারা এই ব্যবসাকে টিকিয়ে রাখছেন। এ ধরনের ব্যবসায়ীদের নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে কারন তাদের আলোচনার মধ্যেই খাদির সঠিক সমস্যা উঠে আসবে। এরা চাইবে খাদির ভবিষ্যৎ উজ্জ্বল করতে সবাই মিলে। কিন্তু যারা মৌসুমি ব্যবসায়ী তাদের মধ্যে এধরনের আগ্রহ থাকবে না। তারা শুধু নিজের লাভের কথা চিন্তা করবেন। প্রতি ছয়মাস অন্তর অন্তর এসব ব্যবসায়ীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করতে হবে পরবর্তী ছয়মাসের কার্যক্রম কি হতে পারে এবং বর্তমান অবস্থা নিয়ে পর্যালোচনা হতে পারে এ সভায়। এতে করে তারা যেমন সম্মানিতবোধ করবে তেমনি খাদি নিয়ে তাদের আরও আগ্রহ তৈরি হবে। তাদের মাধ্যমেই খাদিতে পরিবর্তন আনা সম্ভব। খাদি নিয়ে এগিয়ে যেতে তারা আগামীর ভবিষ্যতের জন্য তারা পথ তৈরি করে দিতে পারবে।