খাদি তৈরিতে কাঁচামালের সহজলভ্যতা দরকার
আমাদের দেশীয় তাঁত শিল্প টিকে থাকার সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে কাঁচামাল। তাঁত পণ্য তৈরিতে যে সুতা প্রয়োজন তার বেশিরভাগ আমদানি করতে হয়। এর ফলে সুতার দাম বেড়ে যায় এবং তা তাঁতিদের পণ্য উৎপাদনে বাঁধার সৃষ্টি করে। খাদি কাপড় তৈরিতেও রয়েছে এ ধরনের সমস্যা। তাই কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিত করতে পারলে খাদি পণ্যের উৎপাদন বৃদ্ধি পাবে এবং ক্রেতার চাহিদা অনুযায়ী তার সাধ্যের মধ্যে পণ্য তৈরি করা সম্ভব হবে।
আমাদের দেশে যে খাদি কাপড় তৈরি করা হয় তা মূলত ২০-২৪ কাউন্টের সুতা থেকে তৈরি হয়। আর এর জন্য কাপড় মোটা হয়। কিন্তু পাতলা খাদি তৈরি করতে হলে প্রয়োজন বেশি কাউন্টের সুতা যা অম্বর চরকায় কাটা হয় যা আমাদের দেশে নেই। তাই পাতলা খাদি তৈরির কাঁচামাল আমদানি করতে হয়। কারন মোটা কাপড় মূলত শাল তৈরিতে বেশি ব্যবহার হয় এবং আগে খাদি দিয়ে শালি বেশি তৈরি হতো। কিন্তু কালের বিবর্তনে খাদির চাহিদায় এসেছে পরিবর্তন। যার জন্য কাঁচামাল আমদানি করেই পাতলা খাদি দিয়ে বিভিন্ন ধরনের পোশাক তৈরি হয় এবং তা হাতে বুনা হয়। যদি এই কাঁচামাল আরও সহজলভ্য করে তোলা যায় তাহলে খাদি শিল্পে আরও পরিবর্তন আসবে।