খাদি পণ্য প্রদর্শনীর আয়োজন করতে হবে
আমাদের দেশীয় পণ্য প্রচারের অন্যতম মাধ্যম হচ্ছে পণ্যের প্রদর্শনী করা। নানা আয়োজনের মাধ্যমে এই প্রদর্শনীর ব্যবস্থা করা যেতে পারে। দেশীয় খাদি পণ্যের প্রচারেও নানা আয়োজনের মাধ্যমে খাদি পণ্যের প্রদর্শনী করা যেতে পারে। যেমন : মেলা, ফ্যাশন – শো, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।
মেলার আয়োজন করার মাধ্যমে খাদি দিয়ে তৈরি সব ধরনের পণ্যের প্রদর্শনী হতে পারে। এতে করে সাধারণ মানুষ দেশীয় খাদি পণ্য সম্পর্কে জানতে পারে। এই আয়োজন যেমন দেশের বিভিন্ন প্রান্তে হতে পারে তেমনি করে কুমিল্লা জেলায় বিশেষ বিশেষ দিনে খাদি মেলার আয়োজন করা যেতে পারে। এর ফলে কুমিল্লার খাদি সর্বত্র পরিচিতি পাবে। এছাড়া সনামধন্য ডিজাইনাররা যারা খাদি নিয়ে কাজ করছে তারা ফ্যাশন – শো আয়োজন করার মাধ্যমে খাদি পোশাকের নতুনত্ব তুলে ধরতে পারে সবার মাঝে। এতে করে খাদি পোশাকের গ্রহণযোগ্যতা সর্বত্র জায়গা করে নিবে।
পণ্যের প্রদর্শনী পণ্যের সমস্যা এবং সম্ভাবনা দুটি বিষয়কেই চিহ্নিত করতে সাহায্য করে। তাই খাদি নিয়ে যত বেশি প্রদর্শনীর আয়োজন করা হবেই ততই এই পণ্যের সমস্যাগুলো উঠে আসবে এবং সে অনুযায়ী সমাধানের পথও খুঁজে পাওয়া সম্ভব হবে।