খাদি হিজাব এত আরামদায়ক আর ক্যারি করতে বাধতে এত সুবিধা বলে বোঝানো যাবে না। অসাধারণ হিজাব তার উপর স্মার্ট। এক কথায় একের মধ্যে অনেক। ধন্যবাদ Protap Palash ভাইয়া।

পোস্ট সূত্র: খাদিবিডি।
খাদি হিজাব এত আরামদায়ক আর ক্যারি করতে বাধতে এত সুবিধা বলে বোঝানো যাবে না। অসাধারণ হিজাব তার উপর স্মার্ট। এক কথায় একের মধ্যে অনেক। ধন্যবাদ Protap Palash ভাইয়া।
পোস্ট সূত্র: খাদিবিডি।
সকাল সকাল চলে আসছি Protap Palash এর ভাই খাদি হিজাবের রিভিউ নিয়ে। আমি নরমালি চেরী কাপড়ের হিজাব পরি সবসময় । সুতি হিজাব আমার কেনো জানি ভালো লাগতো না । প্রতাপ পলাশ ভাইয়ার এই খাদি হিজাব গুলো দেখার পর পছন্দ হয়ে যায় ভাবলাম কিনে দেখি পরতে কেমন? খাদি পোশাকের কথা অনেক শুনেছি। একবার ব্যবহার করে দেখি…
“খাদি শাল খাদি বা খদ্দরের শালের ইতিহাস অনেক পুরোনো। এই শাল টি পুরোটাই হাতে বোনা। বইয়ে পড়েছি, সিনেমা ও নাটকে দেখেছি স্বদেশী আন্দোলনের সময় মহাত্মা গান্ধী নিজে চরকায় বসে খাতির সুতা তৈরি করতেন এবং খাদি কাপড় বুনতেন। বাংলাদেশের কুমিল্লা জেলায় এই খাদির জন্ম। খাদি শাল ও কাপড়ের প্রতি আমার একটা অন্য রকম টান কাজ করে…
“হিজাব হচ্ছে আমার অহংকার, হিজাব হচ্ছে আমার অধিকার, আর সেটা যদি হয় একদম খাঁটি দেশীয় হিজাব তাহলে তো কথাই নেই। দেশীয় যে কটা হিজাব এই পর্যন্ত ব্যবহার করেছি সবগুলো এতটা আরামদায়ক যে আসলে সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমার মত রা গরমে অতিষ্ঠ হয়ে যায় অল্পতেই,তাদের জন্য এই দেশীয় হিজাবগুলো যথেষ্ট আরামদায়ক এবং স্বস্তি…
”Khadibd র ইভেন্টে গিয়ে খাদি হিজাব ওড়না গুলো প্রথম দেখাতেই আমার নজর কাড়ে। সেদিন ২ টা সুন্দর হিজাব ওড়না এডভান্স পেমেন্ট করে বুকিং দিয়ে চলে এসেছিলাম।কিন্তু অপেক্ষায় ছিলাম হাতে পাওয়ার। হাতে পেয়ে ই আগে পরে দেখেছি।।এত আরাম। এতোটাই আরাম।।খুবই সুন্দর এদের কালার ও। Protap Palash ভাই অনেক অনেক ধন্যবাদ। আমি সত্যিই অনেক খুশি। কালার গুলো…
“আজকে শুধুই মিষ্টি গ্রুপের ইভেন্ট এ দুই জন খাদি উদ্যোক্তার সাথে ছবি তুলতে ভুল করি নি। আর Protap Palash দাদা ভাই এর খাদি হিজাব এর ক্রেতা ও হলাম যদি ও ওটা আমি ওড়নার মত ব্যবহার করবো আমার পড়া খাদি ওয়ান পিস এর ওড়না হিসেবে। তাই তো ম্যাচিং করে কিনেছি। ইনশাআল্লাহ ছবিসহ রিভিউ নিয়ে হাজির হবো।”…
”সেপ্টেম্বর মাসে আমাদের প্রিয় Protap Palash ভাই খাদি হিজাবের উপর একটি ক্যাম্পেইন করেন। এই অসাধারণ মূহুর্তের সাক্ষী হতে পেরে সত্যিই খুব ভালো লাগা কাজ করেছে। খাদি যেহেতু আমাদের ঐতিহ্যবাহী কাপড় তার প্রচারণা খুব জরুরি। যতদিন যাচ্ছে খাদি কাপড়ে যোগ হচ্ছে নতুন মাত্রা। যা আমরা খাদি হিজাবে দেখতে পেয়েছি। এটি হিজাব প্রেমীদের জন্য অসাধারণ একটি হিজাব।…