“Protap Palash ভাইয়ার খাদি বিডি থেকে নিয়েছি খাদি হিজাব। এর আগে কখনো কোন ধরনের খাদি পোশাক পরার সুযোগ হয় নি, তাই খুব ইচ্ছে ছিলো খাদি ড্রেস অথবা হিজাব নিব। ভাইয়ার থেকে খাদি হিজাব নিয়েছি তিনটা, আর খেশ শাড়ীতে হিজাব পরে ফেললাম।
ভাইয়ার খাদি হিজাব গুলো এত সফট আর আরামদায়ক যে একদম মাখনের মতো। একটুও গরম তো লাগেই না বরং আলাদা শান্তি লাগে কোন ধরনের বিরক্তি নেই বলে।
সব থেকে বড় কথা এই হিজাব এত লং মাশা আল্লাহ, পুরো হিজাবটা খিমারের মতো কভার হয়ে যায়। যেমন ইচ্ছে দারুণ করে পরে ফেলা যায়। আমার কাছে ভিষণ ভালো লেগেছে ভাইয়ার খাদি হিজাব গুলো, কালার গুলোও জোশ।
ভাইয়ার জন্য অনেক অনেক দোয়া রইলো, খাদি বিডি নিয়ে এগিয়ে যাক এবং আমারো খাদি সম্পর্কে নতুন নতুন তথ্য গুলো পাওয়ার সুযোগ পাবো।”
সূত্র: ফেসবুক।