
বর্তমানে দেশি পণ্যের উদ্যোক্তাদের মাধ্যমে অনলাইনে খাদি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। খাদি এমন একটি কাপড় যা অন্যান্য যেকোন কাপড়ের সাথে সহজে মানিয়ে নেয়া যায়। এর বড় উদাহরণ হচ্ছে খেশ ও খাদির কম্বিনেশন। নিগার আপু তার খেশ কুর্তি পিসের সাথে খাদি ওড়না এড করে দুইটি কাপড়ের কম্বিনেশন করেছেন যা দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি দেশি দুইটি ঐতিহ্যের একসাথে প্রচারও হয়েছে। দেশে অনলাইনে খাদির এই পরিবর্তনকে বিদেশিদের কাছে তুলে ধরতে নিয়মিত খাদি নিয়ে বিদেশে ফ্যাশন – শোর আয়োজন করতে হবে। এর ফলে নতুন নতুন খাদি পোশাককে বিদেশিদের কাছে তুলে ধরা সহজ হবে। আর এতে যারা অংশগ্রহণ করবে অর্থাৎ দেশীয় বড় বড় ফ্যান্ডের ফ্যাশন হাউজগুলো তাদেরও কাজের প্রতি আগ্রহ বাড়বে। আমরা যারা অনলাইন উদ্যোক্তা আছি আমাদেরকে বিভিন্ন যায়গায় আমন্ত্রণ করা হলে দেশীয় ফ্যাশন হাউজগুলোর এগিয়ে আসার গুরুত্ব তুলে ধরতে হবে। কারন এরা যত সহজে বিদেশিদের কাছে আমাদের দেশীয় ঐতিহ্যগুলোকে তুলে ধরতে পারবে আমাদের কাছে তা তত সহজ হবে না। বর্তমানে আমরা অনেক যায়গায় দেশি পণ্যের ই-কমার্সকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এনিয়ে যাচ্ছি এবং তাদেরকে আমাদের আইডিয়াগুলো সম্পর্কে বলছি। এর ফলে তারা এদিকে কাজ করতে আগ্রহী হচ্ছে। ঠিক এসব আলোচনায় ফ্যাশন হাউজগুলোকেও যদি আনা যায় তাহলে তা দেশি পণ্যের প্রচারে আরও গুরুত্বপূর্ণ হবে। একজন খাদি উদ্যোক্তা হিসেবে আমার চাওয়া খাদি পণ্যের সাথে সাথে অন্যান্য দেশীয় পণ্যগুলো বিদেশিদের কাছে পরিচিত হয়ে উঠুক।