গ্রীন বিজনেস সম্পর্কে খাদি উদ্যোক্তাদের জানতে হবে
গ্রীন বিজনেস কি এবং কেন প্রয়োজন এ বিষয়ে প্রথমে আমাদেরকে জানতে হবে। ঘুরেফিরে পড়াশোনার বিষয়টা চলেই আসে। রাজিব আহমেদ স্যার আমাদেরকে সব সময় বলেন পড়াশোনা করার জন্য। কিন্তু আমাদের মধ্যে অনেকেই মনে করেন আমি সেলার আমার উদ্দেশ্য বিক্রি করা পড়াশোনা করে কি হবে? কিন্তু আমরা এটা ভুলে যাই অনলাইনে উদ্যোক্তা হিশেবে টিকে থাকতে হলে পড়াশোনার বিকল্প অন্য কিছু নেই।
বর্তমানে গ্রীন বিজনেস নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে। প্রতিটি সেক্টরে পরিবেশ বান্ধব কর্মক্ষেত্র গড়ে তোলার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। এর বড় উদাহরণ আমরা আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির দিকে তাকালে দেখতে পাব। বস্ত্রের ক্ষেত্রেও একি বিষয়কে গুরুত্ব দেয়া হচ্ছে। কারন গ্রীন বিজনেস গড়ে তোলার মাধ্যমে পরিবেশের বিপর্যয় ঠেকানো সম্ভব। প্রতিদিন বিপুল পরিমাণ মানুষের বিভিন্ন চাহিদা মেটানোর জন্য বিপুল পরিমাণ পণ্য উৎপাদন করতে হয়। আর এসব পণ্য উৎপানের জন্য যেসব কাঁচামাল ব্যবহার করা হয় তার জন্য পরিবেশের বিপর্যয় ঘটছে।
খাদি উদ্যোক্তাদের নিজ নিজ পণ্য তৈরিতে কি ধরনের কাঁচামাল ব্যবহার হচ্ছে এবং তা পরিবেশের বিপর্যয় ঘটাচ্ছে কিনা এ বিষয় জানতে হবে। নয়তো দেখা যাবে আমি বলছি আমার খাদি পণ্যটি পরিবেশ বান্ধব কিন্তু দেখা যাচ্ছে এতে যে কাঁচামাল ব্যবহার করা হচ্ছে তা পরিবেশ বান্ধব নয়। আর এখানেই আমার অদক্ষতা প্রকাশ পাবে যা মোটেও কাম্য নয়। তাই গ্রীন বিজনেস সম্পর্কে ভালোভাবে জেনে নিজ নিজ পণ্যের সাথে তার তুলনা করতে হবে।
গ্রীন বিজনেস নিয়ে জানতে আমরা আশা আপুর পোস্টগুলো পড়তে পারি কারন আপু গ্রীন বিজনেস সম্পর্কে সুন্দরভাবে বিভিন্ন তথ্য তার লেখার মাধ্যমে তুলে ধরছেন।