ছেলেদের খাদি শাল
খাদি কাপড়ের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক এই উপমহাদেশের পুরুষদের। কারন ইদ আসলেই দেখা যায় খাদি পাঞ্জাবীর চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। দেশীয় পাঞ্জাবীর বাজারে খাদি পাঞ্জাবী সবচেয়ে বেশি চাহিদা পূরণ করে থাকে। আর এই খাদি কাপড়ের সাথে ছেলেদের শালের সম্পর্ক থাকবে না এটা হতে পারে না।
চলমান শালের ওয়েভে বেশরভাগ ক্ষেত্রেই আমরা মেয়েদের শাল নিয়ে পোস্ট দেখতে পাচ্ছি। ছেলেদের শাল নিয়েও পোস্ট আসছে কিন্তু তা যথেষ্ট পরিমাণ না। খাদি শালের প্রতি আমাদের পূর্বপুরুষদের মধ্যে আলাদা একটি আবেগ আমরা লক্ষ্য করতে পারি। আগে প্রায় প্রতিটি ঘরে বয়ষ্ক মানুষের শরীরে শোভা পেত এক রঙের অফ-হোয়াইট কালারের খাদি শাল। এখনও অনেকের বাড়িতে পাওয়া যাবে এ ধরনের শাল।
পুরুষদের কথা চিন্তা করেই খাদি শালে নিয়ে আসতে হবে আরও ভিন্নতা। যেহেতু সময়ের সাথে সাথে মানুষের পছন্দে পরিবর্তন এসেছে তাই তাদের পছন্দের কথা চিন্তা করেই শালে নিয়ে আসতে হবে ভিন্নতা। শীতে পাঞ্জাবীর সাথে শাল অনেকটা মানিয়ে যায়। সেই সাথে শীত মানেই অনেক উৎসব এবং অনুষ্ঠানের সমারোহ। তাই সে সময় পাঞ্জাবীর সাথে শালি পরার জন্য উপযুক্ত।