দূর্গা পূজায় খাদি পাঞ্জাবী
পূজায় পাঞ্জাবী পরা ঐতিহ্যের একটি অংশ। কয়েকদিন ব্যাপি চলমান ধর্মীয় এই অনুষ্ঠানে নারীদের যেমন পোশাক নিয়ে থাকে নানা চিন্তা তেমনি পুরুষদের মধ্যেও এই নিয়ে থাকে আগ্রহ। ছোট থেকে শুরু করে বাড়ির বড়দের মধ্যেও চলে কোন ধরনের পাঞ্জাবী পরবে তা নিয়ে জল্পনা কল্পনা।
অষ্টমীতে নারীরা যেমন পছন্দ করে নেয় লাল-সাদা শাড়ি তেমনি ছেলেরাও এ সময় নিজের পার্টনারের শাড়ির সাথে মিল রেখে লাল বা সাদা পাঞ্জাবী অথবা লাল-সাদার কম্বিনেশনে তৈরি পাঞ্জাবী বেছে নিতে পারে। বিশেষ করে নব দম্পতিরা এই কাজটা প্রায় করে থাকে ম্যাচিং করে পোশাক পরা। পূজার সময়ও এমনটা করে যেতে পারে।
তাছাড়া যেহেতু পূজায় গরম গরম আবহাওয়া থাকা এবং সাধারণ মানুষের এক জায়গায় সমাগম বেশি হয়ে থাকে তাই গরম থেকে পরিত্রাণের জন্য অনেকেই বেছে নিতে পারে খাদির বিভিন্ন রঙের পাঞ্জাবীগুলো। এতে করে গরমে আরাম অনুভূত হবে।
অনেকেই এখন পূজার কেনাকাটা করছে তাই তাদেরকে দেশীয় পণ্য ক্রয়ে আমাদেরকে উৎসাহ প্রদান করতে হবে।