”বাঙালিয়ানার সাপ্তাহিক আয়োজন “সাপোর্ট ফর ব্রান্ডিং” কুমিল্লার খাদি পণ্য। কুমিল্লার খাদি পণ্য বলতেই যার নাম সবার আগে আমার মনে এলো তিনি হলেন Protap Palash ভাইয়া। ভাইয়া খাদি পণ্যে বিভিন্ন ফিউশন আনতে, খাদি পণ্যকে এগিয়ে নিতে দীর্ঘদিন ধরে লেখাপড়া করছেন লেগে আছেন। ভাইয়াকে চিনি ডিজিটাল স্কিল ফর বাংলাদেশ গ্রুপ থেকে। ভাইয়ার উদ্যোগের খাদি হেজাব গুলো খুবই সুন্দর।”
পোস্ট সূত্র: বাঙালিয়ানা।