হেমন্তের হালকা শীতে খাদি পোশাক
শীত মানেই পোশাকে নানা ধরনের বৈচিত্র্য লক্ষ্য করা যায়। যেসব পোশাক গরমে পরতে অস্বস্তি লাগে শীতে তা অনায়াসে পরা যায়।
এখন হেমন্তকাল। এ সময়ে হালকা হালকা শীত পরতে শুরু করে। তাই পোশাক বাছাইয়ের ক্ষেত্রেও আসে ভিন্নতা। হেমন্তের এই হালকা শীতে খাদি কাপড়ের তৈরি পোশাক হতে পারে পরার জন্য উপযুক্ত। অনেকে যারা গরমে খাদি কাপড়ের তৈরি পোশাক পরতে কিছুটা অস্বস্তিবোধ করে হেমন্তের এই হালকা শীতে খাদি কাপড়ের তৈরি বিভিন্ন ধরনের পোশাক তাদের জন্য আরামদায়ক হবে। এ সময় খাদি কাপড়ের তৈরি পোশাক যেমন ঃ লং হাতার তৈরি শার্ট ছেলেদের পরার জন্য উপযুক্ত হতে পারে। আবার খাদি কাপড়ে তৈরি প্যান্ট এবং কটিও হতে পারে অন্যতম। মেয়েদের পোশাকে থাকতে পারে ভিন্নতা। যেমন ঃ লং হাতার তৈরি টপ্স সাথে খাদি কাপড়ে তৈরি কটি বা তার উপর পাতলা শাল পোশাকে ভিন্নতা এনে দেবে।
তবে এর জন্য সবার আগে প্রয়োজন ক্রেতার চাহিদা জানা। কারন প্রতিনিয়ত ফ্যাশন দুনিয়ায় নতুন নতুন ডিজাইন এড হচ্ছে যা তরুণদের অনেক বেশি আকর্ষণ করে এবং তারাও চায় নতুন ডিজাইনের পোশাক পরিধান করতে। তাই তাদের পছন্দের দিকটা মাথায় রেখেই তৈরি করতে হবে হেমন্তের হালকা শীতের খাদি পোশাক।