দেশি পন্য নিয়ে সার্ভে করার সুযোগ চলে এসেছে
২০১৯ সালে যখন রাজিব আহমেদ স্যার উই গ্রুপের দায়িত্ব নেন তখন অনলাইনে দেশি পণ্যের প্রচার নাই বললেই চলে। সেখান থেকে আজকে অনলাইনে দেশি পণ্যের অবস্থান দেখলেই বুঝা যায় কতটা পরিশ্রম দিলে এই পরিবর্তন সম্ভব। এখন আমরা যারা অনলাইন উদ্যোক্তা রয়েছি এবং ফেসবুক ব্যবহার করে উদ্যোগ পরিচালনা করছি তাদের বেশিরভাগ দেশি পন্য নিয়েই কাজ করে চলেছি। এটি সম্ভব হয়েছে দেশি পণ্যের প্রচারের জন্য।
এখন সুযোগ এসেছে দেশি পন্য নিয়ে সার্ভে করার। দেশি পণ্যের সার্ভে হিশেবে আমরা পপি আপুর শাল নিয়ে সার্ভের কথা সবাই জানি। এর ফলে শালের উদ্যোক্তারা অনেক তথ্য পেয়েছেন। এর ফলে আগামীতে শাল নিয়ে কাজ করতে গেলে তারা এসব বিষয় খেয়াল রাখবেন। আপু এখন হোম-মেইড খাবার নিয়ে সার্ভে করবেন যা খাবার উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারন এর মাধ্যমে তারা খাবার নিয়ে ক্রেতাদের সুবিধা – অসুবিধার কথা জানতে পারবেন।
এভাবে আস্তে আস্তে বিভিন্ন দেশীয় পণ্য নিয়ে সার্ভে হবে যা দেশি পণ্যের এগিয়ে যাওয়ায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। আমরা সবাই যদি এক হয়ে একি উদ্দেশ্য অর্থাৎ দেশি পণ্যের এগিয়ে যাওয়ার উদ্দেশ্য নিয়ে কাজ করি তাহলে এমন অনেক কিছু সম্ভব এবং দিন শেষে এর সুবিধা আমরা সবাই ভোগ করবো।