দেশীয় শাড়ির প্রচার এগিয়ে যাচ্ছে
আমাদের দেশীয় শাড়ির ঐতিহ্য শত বছরের। মসলিন থেকে শুরু করে জামদানি, বেনারসি, টাঙ্গাইল, হাফসিল্ক, রাজশাহী সিল্ক, বাটিক, খাদি, কাতান ইত্যাদি সব সময় দেশের সুনাম অর্জন করে চলেছে। এর মধ্যে আবার মসলিন, জামদানি এবং রাজশাহী সিল্ক জি আই ট্যাগ অর্জন করেছে। কাজেই আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে অন্যান্য দেশীয়ও শাড়িও জি আই ট্যাগ পেতে পারে।
এখন নিউজফিড ঘুরলে দেশীয় শাড়ি নিয়ে সবার প্রোফাইল পিক চোখে পড়ছে এবং সেই সাথে সেই সব শাড়ি নিয়েও সবাই অনেক তথ্য দিচ্ছে। এতে করে দেশীয় শাড়ির প্রচারণা বাড়ছে আবার যারা শাড়ি সম্পর্কে জানেনা তারা দেশীয় শাড়ি নিয়ে জানছে। অনেকে আবার শাড়ির সাথে তাদের গল্প শেয়ার করছে। কেউ মায়ের শাড়ি পরে আবার কেউ দাদী-নানীর শাড়ি পরার অভিজ্ঞতাও শেয়ার করছে। এর ফলে মানুষের আবেগের বহিঃপ্রকাশ ঘটছে যা অন্যদেরকে আকৃষ্ট করছে শাড়ি নিয়ে পোস্ট করতে। সবার এই উদ্যোগের মাধ্যমে অনলাইনে দেশীয় শাড়ির প্রচার বেড়েই চলেছে।