ক্রেতার চাহিদা বুঝে খাদি পোশাক তৈরিতে রঙের দিকটা খেয়াল রাখতে হবে
পোশাকের রঙ অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারন এই বিষয়টির উপর নির্ভর করেই ক্রেতা পোশাক ক্রয় করে থাকেন। কেউ কালো পছন্দ করেতো কেউ আবার লাল। আবার অনেক ক্রেতা আছেন যারা হালকা রঙের বা মিক্সড কালার পছন্দ করেন। কিন্তু এমন কিছু রঙ আছে যেগুলো সব ধরনের ক্রেতার পছন্দ। তাই পোশাক তৈরিতে রঙের গুরুত্ব অনেক।
খাদি পোশাকের অন্যতম দিক হলো এই কাপড়ের রঙ। যার ফলে সহজেই বুঝা যায় এটি খাদি কাপড়। বিশেষ করে সফট রঙের খাদি কাপড়ের তৈরি পোশাকের চাহিদা সব সময় বেশি থাকে। আবার এর ব্যতিক্রমও আছে। কারন সময়ের সাথে সাথে সবকিছুতেই পরিবর্তন এসেছে। এছাড়া বয়সের পার্থক্যর সাথে পোশাকের রঙের পার্থক্য নির্ভর করে। তাই যদি রঙের দিকটা খেয়াল করে পোশাক তৈরি করা যায় তাহলে খাদি পোশাকের প্রতি ক্রেতার আকর্ষণ বাড়বে।
রঙের এই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য বা জানার জন্য আমরা ছোট ছোট প্রশ্নের মাধ্যমে ক্রেতাকে জিজ্ঞেস করতে পারি বা জরিপ চালাতে পারি। এতে করে বেশিসংখ্যক ক্রেতার মতামতের মাধ্যমে রঙ নির্ণয়ের বিষয়টা নিশ্চিত হওয়া যাবে। খাদি পোশাককে জনপ্রিয় করে তুলতে আমাদেরকে নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করতে হবে।