অনলাইনে খাদি মেলার আয়োজন করতে হবে

বাংলাদেশের খাদিকে পরিচিত করে তুলতে হলে আমাদেরকে এখন সবচেয়ে বেশি যে দিকটায় ফোকাস করতে হবে সেটা হচ্ছে অনলাইনে খাদিকে জনপ্রিয় করে তোলা। যত বেশি অনলাইনে খাদি নিয়ে আলোচনা হবে তত এই পণ্যের পরিচিতি সব যায়গায় ছড়িয়ে পড়বে। অনলাইনে খাদির প্রচার বৃদ্ধি করতে বছরে নির্দিষ্ট একটা দিনে খাদি নিয়ে মেলার আয়োজন করা যেতে পারে। যেখানে অনলাইন উদ্যোক্তারা নিজেদের পণ্য প্রদর্শন করতে পারবে এবং সেদিন খাদি নিয়ে সবাই নিজের মতন করে লিখতে পারবে এবং আলোচনা করতে পারবে। একদিনে অনেক ধরনের খাদি কাপড়ের ফিউশন আমরা দেখতে পাব। মেলা উপলক্ষে সবাই খাদি পোশাক পরে ছবি শেয়ার করতে পারে অনলাইনে। অনলাইন মেলায় যেমন খাদি নিয়ে জানা যাবে তেমনি উদ্যোক্তাদের সম্পর্কে আমরা জানতে পারবো এবং খাদির ক্রেতাদের সম্পর্কেও ভালো একটা ধারণা হবে যা কাস্টমার ডাটা তৈরিতে কাজে লাগবে। আশা করি যেভাবে সবকিছু অনলাইন নির্ভর হয়ে যাচ্ছে আগামীতে দেশি পণ্য নিয়ে অনলাইনে মেলার আয়োজন করা হবে যা দেশীয় পণ্যকে সর্বত্র ছড়িয়ে দিতে সাহায্য করবে।