ইদ উপযোগী খাদি ড্রেস
ইদকে কেন্দ্র করে সব সময় একজন উদ্যোক্তা এবং ব্যবসায়ীর আলাদা প্রস্তুতি থাকে। প্রতি বছর দুটি ইদের জন্য অনেক পরিকল্পনা করে কাজ করা হয়। কিভাবে নতুন ডিজাইন নিয়ে আসা যায়, বর্তমানে কোন ধরনের পোশাকেত ট্রেন্ড চলছে, ছেলেদের পোশাক কেমন হবে এবং মেয়েদের কোন ধরনের ড্রেসের প্রতি আকর্ষণ রয়েছে ইত্যাদি এইসব দিক দেখেই বাজারে পণ্য নিয়ে আসা হয়। তবে এসব বিষয়ের পরেও একটি গুরুত্বপূর্ণ বিষয় থাকে আবহাওয়া। আগামী কয়েক বছর মোটামুটি গরম আবহাওয়াতেই ইদ অনুষ্ঠিত হবে তাই এই বিষয়টা মাথায় রেখেই ইদে পোশাক তৈরি করতে হবে।
খাদির বৈশিষ্ট্য সম্পর্কে কম-বেশি আমার সবাই জানি। কিন্তু ক্রেতার সাইকোলজি অন্যভাবে কাজ করে। তারা মোটা কাপড় শুনলেও গরমের বিষয়টি আগে মাথায় নিয়ে আসেন আর হাতে বুনা খাদি সচারাচর মোটা হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় হাতে বুনা খাদি অমসৃণ তাই অনেকে পছন্দ করতে চায়না অথচ খাদি কাপড়ের সৌন্দর্যই হচ্ছে এখানে। কিন্তু সবকিছুর পরেও আমাদেরকে ক্রেতার পছন্দকেই প্রাধান্য দিতে হবে সবচেয়ে বেশি। তাই ইদকে মাথায় রেখে সেভাবেই খাদি পোশাক তৈরি করতে হবে।