উৎসবে খাদি পাঞ্জাবী

খাদি পাঞ্জাবী পছন্দ করে না এমন ক্রেতা খুঁজে পাওয়া মুশকিল। কারন সব বয়সী পুরুষের কাছে খাদি পাঞ্জাবী পছন্দের শীর্ষে থাকে। এর অবশ্য যথাযথ কারন রয়েছে তা হচ্ছে আমাদের পূর্ব – পুরুষদের কাছ থেকেই ছোট বেলা থেকে আমরা খাদি পাঞ্জাবীর কথা শুনেছি তারা আবার তাদের পূর্ব পুরুষদের কাছ থেকে শুনেছে। এভাবে প্রজন্মের পর প্রজন্ম খাদি পাঞ্জাবীর প্রতি আলাদা একটা ভালোবাসা তৈরি হয়েছে। এটাকে মাউথ মার্কেটিং বললেও ভুল হবে না। কারন এভাবেই মুখে মুখে খাদি পরিচিতি পেয়েছে সবচেয়ে বেশি। খেয়াল করে দেখবেন বয়ষ্ক পুরুষদের খাদি কাপড় কথা বললে তারা অনায়াসে খাদি নিয়ে গল্প বলে দিতে পারে। এর কারন এই কাপড়ের সাথে অনেকের আবেগ জড়িয়ে আছে। তাইতো যেকোন উৎসবে তাদের পছন্দের শীর্ষে থাকে খাদি কাপড়ের তৈরি পাঞ্জাবী।

আগামী মাসেই পহেলা ফাল্গুন। এই দিনটাকে ঘিরে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে এবং এসব অনুষ্ঠানে ছেলেদের পোশাক হিসেবে সবচেয়ে বেশি শোভা পায় পাঞ্জাবি। তারপর আস্তে আস্তে ইদের আমেজ শুরু হবে। কারন রোজা শুরু হয়ে গেলেই ইদের আমেজ চলে আসে। এই রোজার সময়ে দেখা যায় অনেকে আরামদায়ক কাপড়ের তৈরি পাঞ্জাবী খুঁজে থাকেন যেন পরলে আরাম লাগে। এর মধ্যে আবার ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস চলে আসবে। কাজেই সামনে অনেকগুলো উৎসব রয়েছে যা ঘিরে খাদি কাপড়ের তৈরি পাঞ্জাবীর কদর বাড়বে। আর এই উৎসগুলো উপলক্ষে আমরা যারা খাদি নিয়ে কাজ করছি আমরা আমাদের কাজগুলো সামনে নিয়ে আসতে পারি এবং এখন থেকেই প্রস্তুতি নিতে পারি যেন সময় মতো ক্রেতা তার কাঙ্ক্ষিত খাদি পাঞ্জাবীটি আমাদের কাছে খুঁজে পায়।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *