বসন্ত উৎসবে দেশীয় পণ্যের মেলা

বাঙালির উৎসব মানেই সেখানে বাহারি রঙের পোশাক চোখে পরবে। আর সে পোশাকের ধরন পরিচয় করিয়ে দেয় বাঙালির সংস্কৃতির সাথে কারন এসব উৎসবে সবাই দেশীয় পোশাককেই বেশি প্রাধান্য দিয়ে থাকেন। জামদানি, সুতি, সিল্ক, ব্লক, হাফসিল্ক, কাতান, খাদি, বাটিক, মণিপুরী ইত্যাদি শাড়ি নারীদের গাঁয়ে বেশি শোভা পায় আর সেই সাথে ছেলেদের গাঁয়ে শোভা পায় দেশীয় বিভিন্ন কাপড়ের তৈরি পাঞ্জাবী। পোশাকের এই সংস্কৃতির জন্য আমাদের সুনাম বিশ্বে ছড়িয়ে পড়েছে। তাইতো জামদানি বলতে সবার মনে বাংলাদেশের নামটাই আগে উঠে আসে।

আসছে বসন্ত। সেখানে প্রকৃতির নতুন রূপকে বরণ করে নিতে আয়োজন করা হয়ে থাকে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের। আবার এ সময় অনেক জায়গায় মেলাও বসে থাকে। যে মেলায় দেশীয় নানা ধরনের পণ্যের সমারোহ চোখে পরে। এইতো কিছুদিন আগে সোনারগাঁয়ে মাসব্যাপী কারুশিল্প মেলার আয়োজন করা হয়েছে যেখানে দেশীয় সব ধরনের পণ্য পাওয়া হবে। এ মেলা বসন্ত উৎসব উৎসব পর্যন্ত চলবে। কাজেই সে সময় সেখানে মানুষের সমাগম হবে। এখনও যারা যাচ্ছেন তাদের মধ্যে আবেগের বহিঃপ্রকাশ ঘটছে এই মেলায় পণ্যসামগ্রী দেখে কারন প্রতিটি পণ্যের সাথে জড়িয়ে আছে তাদের কতশত স্মৃতি। এমনকি অনেকে নিজেদের আগামী প্রজন্মকে দেশের সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যও কিনে রাখছেন নানা ধরনের দেশীয় খেলনা। অর্থাৎ দেশীয় পণ্যের মেলা মানেই দেশীয় পণ্যের প্রচার। আর এই প্রচার দেশীয় পণ্য টিকিয়ে রাখার সবচেয়ে বড় মাধ্যম। কারন সময়ের পরিক্রমায় অনেক ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে।

আশআ করি এই বসন্তে দেশের অন্যান্য আরও জেলায় মেলার আয়োজন করা হবে যেখানে শোভা পাবে আমাদের দেশীয় ঐতিহ্যগুলো।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *