“গফরগাঁও ময়মনসিংহের ৩বাসা মিলিয়ে আমার দৌড়ের উপরই যায় বছরের বেশি সময়। তাই একটা ব্যাগ সব সময় আমার রেডিই রাখা লাগে, নিয়ে দৌড় দেয়ার জন্য। 😃
ব্যাগ গুছানো সব সময় চ্যালেঞ্জিং কাজ, এতো চিন্তা করে সব গুছাই তারপরও কিছু না কিছু মিস করি প্রতিবার৷ যেমন: প্রতিবার কোনো না কোনো ড্রেসের হয় ওড়না বা সালোয়ার মিসিং হয় অথবা ম্যাচিং হিজাব মিসিং হয়ই হয়৷😔 এইবারও একই কাজ হয়েছে। এই কুর্তির সাথে ম্যাচিং কোনো ওড়না ব্যাগ হাতড়ে পেলাম না। কিন্তু Protap Palash ভাই এর থেকে নেয়া এই খাদি হিজাবটা আমার বড় সমাধান দিয়ে দিল। 😇
হিজাবটা এতো লং যে ওড়না আর হিজাব দুই এর সমাধান একটায়ই হয়ে গেল এবং অবশ্যই আরও বেশি স্মার্ট লাগছিল এই কম্বিনেশনে। আর আমার হিজাবের সাথে দুই শিল্পী MehZabin Rakhee আপু আর Faria Omer Jhumur আপুর শৈল্পিক হিজাব পিন তো আছেই🥰🥰”




পোস্ট সূত্র: খাদিবিডি।