খাদি শাল
খাদি শালে সৈয়দা ক্যামেলিয়া রহমান

খাদি শাল খাদি বা খদ্দরের শালের ইতিহাস অনেক পুরোনো। এই শাল টি পুরোটাই হাতে বোনা। বইয়ে পড়েছি, সিনেমা ও নাটকে দেখেছি স্বদেশী আন্দোলনের সময় মহাত্মা গান্ধী নিজে চরকায় বসে খাতির সুতা তৈরি করতেন এবং খাদি কাপড় বুনতেন। বাংলাদেশের কুমিল্লা জেলায় এই খাদির জন্ম। খাদি শাল ও কাপড়ের প্রতি আমার একটা অন্য রকম টান কাজ করে সব সময়। খাদি কাপড়ের তৈরি সব কিছুই আমার ভাল লাগে। এ বছর প্ল্যানেই ছিলো একটা খাদি শাল কিনবো। গতকাল সকালে Protap Palash ভাই কে শাল পছন্দ করার ক্ষেত্রে অনেক জ্বালাতন করে তারপর এই অফ হোয়াইট শাল টা পছন্দ করেছি। আজ দুপুরেই হাতে পেয়েছি। হাতে পেয়েই ভাবলাম What a delivery service? It’s so fast service. আমার ভাই ও বোন সকল আপনারাই বলুন খাদি শালে আমাকে কেমন লাগছে? আমি তো জানি খাদি শাল অনেক বেশি আরামদায়ক ও ধোয়ার পদ্ধতি নরমাল সুতি কাপড়ের মত। মেয়ে বারবার করে বলে দিয়েছে সে যে আমার সব ফটোগ্রাফির ক্যামেরা কিডস তা যেন আমি অবশ্যই লিখি।

পোস্ট সূত্র : ফেসবুক

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *