খাদির আদি শালকে সুঁই সুতার মায়ায় সাজিয়েছি। এই শাল গায়ে না জড়ালে এর আবেদন ধারনা করা
সম্ভব নয়। সুতার বুনন অমসৃন বলেই শালটা অন্যরকম সুন্দর দেখতে। তবে সুতি সুতার বুননে এই আদি শাল অত্যন্ত আরামদায়ক। যারা এর অমসৃনতা দেখে ধারনা যে এই শাল পরে আরাম হবেনা তাদের ধারনা ভুল প্রমাণ করবে খাদির এই আদি শাল। ধন্যবাদ Protap Palash ভাই, এই শালের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য।
পোস্ট: Rahanur Ferdousi
পোস্ট সূএ: পরিধান শৈলী
