
খাদি আমাদের ঐতিহ্য হওয়া সত্বেও এই পণ্যটি নিয়ে তেমন আলোচনা আমরা অনলাইনে দেখতে পাই না। শুধু খাদি কেন অনলাইন উদ্যোক্তাদের মধ্যে গুটি কয়েকজন ছাড়া কেউ তাদের পণ্য নিয়ে বিস্তারিত আলোচনা করতে চায় না। যার ফলে দেশীয় পণ্যের অনলাইন প্রচার অনেক কম। তবে দেশি পণ্যের ই-কমার্স শীর্ষক আলোচনা অনলাইনে পণ্যের প্রচার বৃদ্ধি করতে পারে। একজন খাদি উদ্যোক্তাকে ই-কমার্সের মাধ্যমে খাদির প্রচার বৃদ্ধি করতে অনলাইনে খাদির তথ্য যেমন তুলে ধরতে হবে তেমনি ক্রেতাদেরকেও এদিকে আগ্রহী করে তুলতে হবে যেন তারা খাদি নিয়ে তাদের অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করে। অর্থাৎ এটাকে আমরা ক্রেতার রিভিউ হিসেবেও ধরতে পারি। এর ফলে অন্য ক্রেতার মধ্যে খাদি নিয়ে আগ্রহ তৈরি হবে। ই-কমার্স খাদিকে সব জেলায় ছড়িয়ে দিতে পারে এবং জেলা ভিত্তিক উদ্যোক্তা গড়ে উঠতে সাহায্য করবে। ই-কমার্সের মাধ্যমে খাদির সম্ভাবনাগুলো সহজে নীতিনির্ধারকদের কাছে পৌঁছানো সম্ভব হবে। আমরা চাই দেশীয় পণ্যের ব্যবহার বৃদ্ধি পাক এবং দেশীয় পণ্যের এই ব্যবহার বৃদ্ধি করতে আমরা ই-কমার্সকে কাজে লাগাতে পারি।