গত আড়াই বছরে দেশি পণ্যের প্রচারে ইভেন্টগুলো গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে আসছে। কারন এসব ইভেন্টে যারা অংশগ্রহণ করে তারা দেশীয় পণ্য ব্যবহার করে থাকে যার ফলে এসব পণ্য নিয়ে তারা তাদের অনূভুতি প্রকাশ করতে পারে। এছাড়া একটি নির্দিষ্ট পণ্যের ইভেন্ট সেই পণ্যের প্রচারে বিরাট ভুমিকা রেখে থাকে। জামদানি ইভেন্টে সবাই চেষ্টা করে জামদানি দিয়ে তৈরি বিভিন্ন পোশাক পরে আসতে আবার খেশ বা বাটিক হলে সেই পণ্যের তৈরি পোশাক পরে আসে। এর ফলে একি পণ্যের অনেক ধরনের ভেরিয়েশন আমরা দেখতে পাই যা পণ্যের প্রচারে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে প্রমানিত।
তেমনি খাদি ইভেন্ট আয়োজনের মাধ্যমে খাদি পণ্যের প্রচার বৃদ্ধি করা সম্ভব। কয়েকজন উদ্যোক্তা মিলে এই ইভেন্টের আয়োজন করলে তাতে খাদি পণ্যের অনেক ভেরিয়েশন আমরা দেখতে পাব। সেই সাথে নির্দিষ্ট পণ্যের ইভেন্ট পরিচালিত হলে সেই বিষয়ে সবাই নিজ নিজ অভিজ্ঞতা শেয়ার করবে এবং খাদি নিয়ে তাদের আইডিয়াগুলো সম্পর্কে আমাদের জানাবে। আশা করি আগামীতে খাদি নিয়ে ইভেন্ট করার সুযোগ তৈরি হবে এবং সবাই এই ইভেন্টের মাধ্যমে খাদির প্রচার বৃদ্ধিতে সহায়তা করবে।