
অনলাইনে দেশীয় শালের প্রচার শুরু হয়েছে গত বছর থেকেই। কারন দেশি পণ্যের ই-কমার্স নিয়ে রাজিব আহমেদ স্যার যে প্রচারণা শুরু করেছিলেন তখন থেকেই কিছু উদ্যোক্তা এদিকে সময় দেয়া শুরু করেন। খাদি নিয়ে আমার এ বছর প্রথম উদ্যোগ শুরু হয়েছে এবং শুরু থেকেই আমি পণ্যের প্রচারের দিকে বেশি সময় দিচ্ছি। অনলাইনে খাদির যত বেশি প্রচার বৃদ্ধি পাবে তা খাদি পণ্যের জন্য সাফল্য বয়ে নিয়ে আসবে। এ বছর খাদি শালের অনেক রেসপন্স পেয়েছি গরম কাল থেকেই। কাজেই বুঝা যাচ্ছে যদি সারা বছর খাদি শালের প্রচারণা চালানো যায় তাহলে এই চাহিদা আরও বেশি বৃদ্ধি পাবে। এতে করে সহজে ক্রেতা খাদি শাল নিয়ে জানতে পারবে এবং এদিকে আগ্রহী হবে। শীত আসার আগে আগেই তারা কোন ধরনের শাল কিনতে চায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে। তাই আমরা যারা খাদি উদ্যোক্তা আছি শাল নিয়ে কাজ করছি আমাদের উচিৎ সারা বছর খাদি শাল নিয়ে আলোচনা করা।