খাদি শালের ব্যবহার সারা বছর
শাল নামটা শুনলেই আমাদের শীত কালের কথা মনে পরে যায়। অর্থাৎ আমরা সবাই জানি শাল মূলত শীত নিবারণের জন্যই উপযুক্ত। কিন্তু বর্তমানে আমাদের দেশে সেভাবে শীত পরে না বললেই চলে তাই খুব ভারি শীতের পোশাকেও তেমন পরা হয় না। হালকা চাদর বা হালকা শীতের পোশাক হলেই শীত নিবারণ করা সম্ভব ।
তবে ফ্যাশনে এখন নতুনত্ব এসেছে। তাই এখন অনেকেই টপস এবং কুর্তির সাথে হালকা চাদর ওড়না হিশেবে ব্যবহার করে থাকে। ক্রেতাদের এই চাহিদা পূরণ করতে পারে দেশীয় খাদি কাপড়ের তৈরি হালকা চাদর বা শাল। খাদি কাপড়ের গুণাগুণ অনেকেরি জানা। তাই অনায়াসে যেকোনো আবহাওয়ার সাথে এই কাপড়ের তৈরি পণ্য সহজে মানিয়ে নেয়া যায়।
কিভাবে খাদি কাপড়ের তৈরি শাল সারা বছর ব্যবহার করা যেতে পারে এর পথ আমাদের মতো দেশি পণ্যের উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের খুঁজে বের করতে হবে যেন দেশীয় পণ্যের চাহিদা সারা বছর ব্যবহার উপযোগী করে তোলা যায়।