
দেশীয় শালের বাজারে এ বছর খাদি শাল একটি শক্ত অবস্থানে আছে এবং এই গরমের মধ্যেই শাল বিক্রি শুরু হয়েছে। এটি সম্ভব হয়েছে কারন গত বছর থেকে দেশীয় শাল নিয়ে অনেক আলোচনা হয়েছে। যার ফলে ক্রেতা-বিক্রেতার মধ্যে শাল কেনা-বেচার একটা উৎসব তৈরি হয়েছে। যদি আমরা ক্রেতা-বিক্রেতাদের নিয়ে খাদি শালের ইভেন্টের আয়োজন করি তাহলে আরও ভালো হবে। সেখানে সবাই খাদি শাল পরে আসবে এবং নিজেদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবে। খাদি শাল নিয়ে তাদের কোন চিন্তাভাবনা থাকলে সেসব নিয়েও আলোচনা হবে। আমাদের দেশীয় শালের যে চাহিদা রয়েছে তা আমরা এখন বুঝতে পারছি এবং ইভেন্টগুলোর মাধ্যমে তা আরও বেশি ফলপ্রসূ হবে বলে আমি মনে করি। দেশীয় শাল নিয়ে আমরা যত বেশি আলোচনা করবো ততই এর ব্যবহার বৃদ্ধি পাবে।