“হিজাব হচ্ছে আমার অহংকার, হিজাব হচ্ছে আমার অধিকার, আর সেটা যদি হয় একদম খাঁটি দেশীয় হিজাব তাহলে তো কথাই নেই। দেশীয় যে কটা হিজাব এই পর্যন্ত ব্যবহার করেছি সবগুলো এতটা আরামদায়ক যে আসলে সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমার মত রা গরমে অতিষ্ঠ হয়ে যায় অল্পতেই,তাদের জন্য এই দেশীয় হিজাবগুলো যথেষ্ট আরামদায়ক এবং স্বস্তি এনে দেয় সারাদিন হিজাব পরে থাকলেও।
দেশীয় হিজাবের মধ্যে এই খাদি হিজাবগুলো যেমন সুন্দর, আরামদায়ক, তেমনি মার্জিত একটা লুক নিয়ে এসে দেয়। খাদি হিজাব ক্যাম্পেইন অফারে ছয়টা হিজাব অর্ডার করেছিলাম Protap Palash ভাইয়ার কাছে। ভাইয়া ছয়টা হিজাবের জায়গায় আরো দুইটা হিজাব আমাকে গিফট আঁকারে পাঠিয়েছেন। এবং যে দুটো হিজাব গিফট আকারে পাঠিয়েছেন সে দুটো কালার আমি এমনিতেই নিতে চেয়েছিলাম পরবর্তীতে। কি করে ভাইয়া বুঝে গেল আমার পছন্দ সেটাই আমার বোধগম্য নয়।
যাইহোক অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়ার কাছে যে এত সুন্দর সুন্দর আরামদায়ক হিজাব টোটাল আটটা খাদি হিজাব এখন আমার দখলে, ভাইয়া সেটা পাঠিয়েছেন ,একদম পারফেক্ট কালার গুলো আমার পছন্দের। ইনশাআল্লাহ আরো নতুন নতুন কালার আসলে খাদি হিজাব আমার দখলে থাকবে পরবর্তীতে। ধন্যবাদ সবাইকে।”
পোস্ট সূত্র: পরিধান শৈলী।