সকাল সকাল চলে আসছি Protap Palash এর ভাই খাদি হিজাবের রিভিউ নিয়ে। আমি নরমালি চেরী কাপড়ের হিজাব পরি সবসময় । সুতি হিজাব আমার কেনো জানি ভালো লাগতো না । প্রতাপ পলাশ ভাইয়ার এই খাদি হিজাব গুলো দেখার পর পছন্দ হয়ে যায় ভাবলাম কিনে দেখি পরতে কেমন? খাদি পোশাকের কথা অনেক শুনেছি। একবার ব্যবহার করে দেখি ।

প্রথমবার ব্যবহার করেই ভালো লাগছে। তারপর ভাইয়ার খাদি হিজাবের ক্যাম্পেইনে অর্ডার করি। খাদি হিজাব গুলোর বড় বৈশিষ্ট্য হলো এই হিজাব গুলো যেমন ইচ্ছে রাখা যায়। যেইভাবে ইচ্ছা বাধা যায় গড়িয়ে পরে যাওয়া বা বার বার ঠিক করার কোন ঝামেলা থাকে না । পরতে ও খুব আরামদায়ক পরার পর গরমে লাগে না মোটেও। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর হিজাব এর জন্য।
পোস্ট সূত্র: খাদিবিডি।