তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় অবস্থানে আছে। এটি আমাদের সবার জন্য যেমন গর্বের একটি বিষয় সেই সাথে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে পোশাক খাতের ভূমিকা গুরুত্বপূর্ণ। পোশাক খাতের মতোই আমাদের দেশের বস্ত্র খাত এখন অনেকটা পরিবর্তনের মূখ দেখতে শুরু করেছে। বিশেষ করে হাতে তৈরি দেশীয় ঐতিহ্যবাহী পোশাকের কদর বেড়েছে কয়েকগুণ। মূলত মহামারির কারনে যখন সারা বিশ্ব একটি স্থবির অবস্থায় উপনীত হয়েছিল তখন আমরা সবাই নিজ নিজ দেশের পণ্য ব্যবহারর উপর নির্ভরশীল হয়ে পেড়েছিল। এই সুযোগে দেশের বস্ত্র খাতে অনেকটা পরিবর্তন এসেছে বলা যায়। তেমনিভাবে গত দুই বছরে খাদি পোশাক তৈরিতেও অনেক পরিবর্তন দেখা গিয়েছে। যার ফলে খাদি কাপড় তৈরিতেও এসেছে অনেক পরিবর্তন। এক সময় খাদি বলতে মোটা কাপড়কে চিনিলেও এখন ক্রেতার চাহিদা অনুযায়ী পাতলা খাদিও তৈরি করা হচ্ছে। যদি খাদি নিয়ে গবেষণা বৃদ্ধি করা যায় তাহলে দেশের অভ্যন্তরীণ বস্ত্রের চাহিদা মেটাতে খাদি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে যা বস্ত্রের বিকল্প চাহিদা মেটাতে সক্ষম হবে।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *