বাঙ্গালীয়ানায় খাদি
আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পোশাক, খাবার – দাবার সবকিছুতেই বাঙ্গালীয়ানা ফুঁটে উঠে। এর মাধ্যমেই আমরা অন্যান্য দেশের সংস্কৃতি থেকে নিজেদের আলাদাভাবে চিন্তা করতে পারি। খাদি কাপড়ের তৈরি পণ্য তারই একটি ধারক। যদিও ভারতে খাদি নিয়ে নানাবিধ উদ্যোগ গ্রহণের মাধ্যমে তারা খাদি পণ্য আরও এগিয়ে নিয়ে গেছে এবং সেখানে জাতীয় পর্যায়ে খাদির ব্যবহারও আমরা দেখতে পাই। তবে খাদির ইতিহাসের সাথে বাংলাদেশের মানুষেরও অনেক আবেগ জড়িয়ে আছে।
বাঙ্গালীয়ানায় খাদি পণ্য তুলে ধরতে আমাদেরকে খাদির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। যেমন : আমরা যদি কোন রেস্টুরেন্টে খাবার খেতে যাই এবং সেখানে আমাদের পছন্দ দেশীয় খাবার তাহলে সেখানে কিন্তু খাবার পরিবেশনে খাদির ব্যবহার হতে পারে। এই যেমন খাবার টেবিলের উপরে খাদি কাপড়ের তৈরি টেবিল রানার বা চাদর বিছিয়ে দেয়া যেতে পারে। আবার যে রুমালটা দেয়া হয় হাত মোছার জন্য সেটা হতে পারে খাদি কাপড়ের ইত্যাদি। যদি এভাবে দেশীয় পণ্যের ব্যবহার নিশ্চিত করা যায় তাহলে আমাদের দেশীয় পণ্যের প্রচার বাড়ার সাথে সাথে চাহিদাও বাড়বে।