
অনলাইনে দেশীয় শালের প্রচারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অনলাইনে দেশীয় শালের ছবির সংখ্যা বৃদ্ধি করা। আমাদের দেশীয় খাদির সবচেয়ে বড় কম্পিটিটর হচ্ছে ভারত। কাজেই তাদের সাথে কম্পিটিশন দিতে হলে আমাদেরকে খাদি নিয়ে অনেক কাজ করতে হবে। বর্তমানে দেশীয় শালের বাজারে খাদি শাল অন্যতম। এই বছর অনেকেই খাদি শাল নিয়ে কাজ করছে এবং তাতে বিভিন্ন ভেরিয়েশন নিয়ে আসছে। এসব ভেরিয়েশনগুলো একত্রিত করে খাদি শালের পিকচার বুক করা প্রয়োজন। যেখানে দেশীয় খাদি শালের অনেক ধরনের ভেরিয়েশন একসাথে পাওয়া যাবে। আলাদা আলাদা না হলেও দেশি যত শাল আছে যেমন ঃ খাদি, জামদানি, খেশ, বাটিক, হাতের কাজের শাল, হ্যান্ডপেইন্ট, স্ক্রিনপ্রিন্ট, বিসকস ইত্যাদি শালগুলো নিয়ে একসাথে একটি পিকচার বুক করা গেলে ভালো হবে। আশা করি আমরা সবাই মিলে দেশীয় শাল নিয়ে ভালো কিছু করতে পারবো।