সামনেই আসছে পহেলা বৈশাখ। এ সময় বাংলা নতুন বছরকে বরণ করে নেয়ার জন্য থাকে বাঙ্গালীদের নানা আয়োজন। এখন চলছে সেই আয়োজন বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদসহ দেশের বিভিন্ন জেলার চারুকলা অনুষদে চলছে বর্ষবরণের জন্য নানা কাজ।
সেই সাথে চলছে সাধারণ মানুষের মধ্যে নতুন নতুন পোশাক কেনার ব্যস্ততা। বিশেষ করে এ সময় দেশীয় পোশাকগুলো সবচেয়ে বেশি গুরুত্ব পেয়ে থাকে। কুমিল্লার খাদি বাজারে বেড়েছে খাদির চাহিদা। বৈশাখ এবং ইদ দুই উৎসবকে কেন্দ্র করে মূলত এ বছর চাহিদা থাকবে সবচেয়ে বেশি। লাল-সাদার সংমিশ্রণটা বৈশাখকে কেন্দ্র করে বেশি গুরুত্ব পায়। খাদিতেও লাগছে নতুন নতুন রঙের ছোঁয়া। ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখেই চলছে পোশাক তৈরির কাজ। গ্রীষ্মের এই প্রখর রোদে আরামদায়ক খাদি কাপড়ের তুলনা হয় না। সব বয়সী মানুষের জন্য খাদি দিয়ে পোশাক তৈরি করা সম্ভব। তাই বৈশাখকে কেন্দ্র করে অনলাইন বাজারে খাদির প্রচার বৃদ্ধি করতে হবে। মেয়েদের জন্য শাড়ি, ছেলেদের পাঞ্জাবী, বাচ্চাদের পোশাক ইত্যাদি সব ধরনের খাদি ড্রেসে চাহিদা অনুযায়ী আনতে হবে নতুনত্ব। দেশীয় পোশাকের যত বেশি প্রচার বৃদ্ধি পাবে ততই ক্রেতারা তা ব্যবহারে আকৃষ্ট হবে। প্রতিটি বর্ষবরণ হোক দেশীয় পোশাকে এটাই আমাদের কাম্য।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *