মাল্টি কালারের খাদি হিজাবের সুবিধা
খাদি পণ্য নিয়ে আমার উদ্যোগ থেকে অনেক ইনোভেশন আনা হয়েছে যেমন ঃ শাড়ি, থ্রি – পিস, পাঞ্জাবী, কটি, শাল, ওড়না, টু-পিস, ওয়ান – পিস ইত্যাদি। আবার এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের কাজ এড করে তা আরও সুন্দরভাবে ক্রেতার সামনে তুলে ধরা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ব্লকের কাজ এবং হ্যান্ডপেইন্ট। কিন্তু হিজাব নিয়ে কখনও কাজ করা হয়নি তাই প্রথমবার হিজাব নিয়ে এক্সপেরিমেন্ট করছি এবং সবার মতামত নেয়ার চেষ্টা করছি যেন ক্রেতার চাহিদা অনুযায়ী হিজাব তৈরি করা যায়।
এক রঙের হিজাবের যেমন বাজারে চাহিদা রয়েছে তেমনি মাল্টি কালারের হিজাবের চাহিদাও রয়েছে। অর্থাৎ একটি হিজাবের মধ্যে বিভিন্ন কালার থাকবে। এতে করে যেকেউ যেকোন পোশাকের সাথে এই হিজাব অনায়াসে ব্যবহার করতে পারবে। ইভেন্টের দিন অনেকেই বলেছেন সাইডগুলোতে আলাদা শেড হলে আরও সুন্দর লাগবে বা চিকন আকারের শেড হলেও হবে। তাই খাদি মাল্টি কালারের হিজাব নিয়ে কাজ করার ইচ্ছে আছে। সেই সাথে খাদি হিজাবে আরও কি কি নতুনত্ব আনা যায় এনিয়ে আপনাদের মতামতগুলোও আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।