টাঙ্গাইলের তাঁতে তৈরি শাড়ি জি আই পণ্য হিসেবে স্বীকৃতি পেতে পারে

জি আই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য টাঙ্গাইল শাড়ির সব ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান আছে। কিন্তু তবুও এখনও তা স্বীকৃতি পায় নি এটা অবশ্যই দুঃখের বিষয়। তবে আশা করা যায় বর্তমানে যেভাবে জি আই পণ্য নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে অচিরেই আমাদের দেশীয় ঐতিহ্যবাহী পণ্যগুলো জি আই পণ্য হিসেবে স্বীকৃতি পাবে।

টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য বিশ্বে সমাদৃত। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে এই শাড়ি রপ্তানি হয়ে থাকে। যার মধ্যে প্রতি সপ্তাহে ভারতে রপ্তানি হয় ৫০০০০ (সূত্র ঃ উইকিপিডিয়া)।
টাঙ্গাইল শাড়ির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সুতি শাড়ি, আধা-রেশমি, সুতি জামদানি, টুইস্টেড সুতি শাড়ি, বালুচরি, সফটসিল্ক ইত্যাদি।

ইতিহাস থেকে দেখা যায় উনবিংশ শতাব্দীর শেষের দিকে টাঙ্গাইলের তাঁত শিল্প প্রসারিত হয়। টাঙ্গাইলের তাঁতিরা মূলত মসলিন শাড়ি তৈরি তাঁতিদের বংশধর। কাজেই তাদের সুনিপুণ কাজের মাধ্যমে টাঙ্গাইলের তাঁতে তৈরি শাড়ি সুনাম অর্জন করতে থাকে এবং এক সময় এই জেলার নামানুসারে শাড়ির নামকরণ করা হয় টাঙ্গাইলের তাঁতের শাড়ি। জেলা ব্রান্ডিং এর অন্যতম নিদর্শন এই শাড়ি।

আশা করি খুব দ্রুতই আমরা এই শিল্পের জি আই অর্জন করতে সফল হবো।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *