বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে খাদির প্রচার

বিশ্বের প্রায় ৫৮টি দেশে বাংলাদেশের ৭৭টি মিশন বা দূতাবাস রয়েছে (২০১৯ এর তথ্য অনুসারে)। এগুলোর মাধ্যমে বিভিন্ন দেশের সাথে বাংলাদেশ বৈশ্বিক সম্পর্ক উন্নয়নে সর্বদা কাজ করে থাকে। এই দূতাবাসগুলোকে সেসব দেশে একটুকরো বাংলাদেশ বললেও ভুল হবে না কারন এসব জায়গায় স্বাধীনভাবে জাতীয় পতাকা উত্তোলন করা যায় যা বাংলাদেশের অস্তিত্বের জানান দেয়। তাই স্বভাবতই দূতাবাস সম্পর্ক উন্নয়নের জন্য নিজ দেশের বিভিন্ন দিক বিদেশিদের কাছে তুলে ধরে।

খাদি শিল্পের ইতিহাস যেমন আমাদের জানা তেমনি বিদেশিদের কাছেও এই কাপড়ের ইতিহাস তেমনি গুরুত্বপূর্ণ। কারন স্বদেশী আন্দোলনের সময় বিদেশি কাপড় বর্জন করে দেশীয় খাদি কাপড় ব্যবহারের মাধ্যমে তখন ভারতীয় উপমহাদেশের জন সাধারণ প্রতিবাদ জানিয়েছিল। যদিও দেশ ভাগের পর খাদি এখন নিজ নিজ স্বকীয়তা অর্জন করে বলা চলে। তাই ভারতে, বাংলাদেশ, পাকিস্তানসহ অন্যান্য যেসব দেশে খাদি তৈরি হয় তাতে পার্থক্য লক্ষ্য করা যায়।

বিদেশে অবস্থিত এসব দূতাবাস দেশীয় খাদি পণ্য বিদেশিদের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যেমন ঃ খাদি পণ্যের মেলা করে প্রদর্শনীর ব্যবস্থা করতে পারে। এই মেলায় বিভিন্ন ডিজাইনের খাদি পোশাক তৈরি করার মাধ্যমে বর্তমান যুগে বাংলাদেশের খাদি পোশাকের চাহিদা মেটাতে পারে তা জানানো সম্ভব হবে। এছাড়া দূতাবাসে যেসব অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে সেখানে কর্মীরা দেশীয় কাপড়ের তৈরি পোশাক পরিধান করতে পারে এবং অতিথিদের উপহার হিশেবেও খাদি পণ্য দিতে পারে।

শুধু খাদি নয় আমাদের দেশীয় পণ্যের প্রচারে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *