শালের ওয়েভে খাদি শালের ছবির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে
অনলাইনে যেকোন পণ্যের পরিচিতি বাড়ানোর জন্য প্রয়োজন সেই পণ্যের উপর যথেষ্ট পরিমাণ কন্টেন্ট থাকা। ২০১৯ সালে প্রথম যখন রাজিব স্যার দেশি পণ্যের প্রচারের জন্য প্রতিনিয়ত লিখতে থাকেন তখন স্যারের পরামর্শ ছিল দেশি পন্য নিয়ে বেশি বেশি কন্টেন্ট তৈরি করা।
কন্টেন্ট কয়েক ধরনের হতে পারে। যেমন ঃ লিখিত কন্টেন্ট, ছবি, অডিও এবং ভিডিও। এর মধ্যে অনলাইনে প্রচারের জন্য ছবি অনেক গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট। কারন অনলাইনে একজন ক্রেতা বেশিরভাগ সময় শুধুমাত্র পণ্যের ছবি দেখেই পণ্য অর্ডার করে থাকেন। তাই পণ্যের ছবি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়।
শালের ওয়েভের কারনে অনলাইনে দেশীয় শালের অনেক ছবি আমরা দেখতে পাচ্ছি যা দেশীয় শালের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ১লা সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ওয়েভে খাদি শালেরও ছবির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ক্রেতা-বিক্রেতা উভয়ে খাদি শাল নিয়ে পোস্ট দেয়ার সময় সাথে একটি ছবি যোগ করছেন যা অনলাইনে খাদি শালের ছবির সংখ্যা বৃদ্ধি করছে। এর ফলে অনলাইনে কেউ খাদি শাল নিয়ে সার্চ করলে এসব ছবি দেখতে পাবে যা প্রচারের জন্য খুবি গুরুত্বপূর্ণ।