শালের ওয়েভে নতুন ডিজাইনের খাদি শাল সম্পর্কে জানতে পারবো
একটি ওয়েভ মানেই সেখানে অনেকের একসাথে অংশগ্রহণ করা। অর্থাৎ এখানে ক্রেতা-বিক্রেতা উভয়ে মিলে চেষ্টা করে সেই পণ্যের পরিচিতি বৃদ্ধি করতে। উৎসবমুখর পরিবেশে আরও একটি ওয়েভের শোভ সূচনা হলো সেটি হচ্ছে দেশি শালের ওয়েভ। প্রথম দিনেই একশর বেশি দেশীয় শাল বিক্রি হয়েছে। তার মানে দেশি শালের ক্রেতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষ যত বেশি দেশি পন্য ব্যবহার করবে ততই আমাদের দেশীয় পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে।
শালের ওয়েভে আমি খাদি শাল নিয়ে আছি এবং পাশাপাশি অন্যান্য শাল নিয়েও জানার চেষ্টা করছি। অনেকেই খাদি শালে নতুনত্ব নিয়ে আসছে যা খাদি শালের চাহিদা বৃদ্ধিতে সহায়তা করবে। খাদি শালের মধ্যে এক রঙের শাল বেশি গ্রহণযোগ্যতা পেয়ে আসছে। তবে সময়ের সাথে সাথে মানুষের রুচিবোধের পরিবর্তন হয়েছে তাই এখন শালেও অনেক পরিবর্তন এসেছে।
এ বছর শালের ওয়েভে নতুন ডিজাইনের খাদি শাল দেখতে পাব বলে আশা করি এবং সেই সাথে খাদি শালে আর কি কি ভেলু এড করা যেতে পারে শালের চাহিদা বৃদ্ধি করতে সেসব বিষয় নিয়েও আশা করি আলোচনা হবে। দেশি পণ্যের ওয়েভ মানেই আমাদের সবার কাছে উৎসব উৎসব পরিবেশ তৈরি করে।