শীতকালীন ভিন্ন ধরনের পোশাকে খাদির ব্যবহার বাড়াতে হবে
খাদি নিয়ে সাধারণ ক্রেতাদের মধ্যে একটি ধারণা কাজ করে খাদি মোটা হওয়ায় এতে গরম লাগবে বেশি, তাই গরমের সময় অনেকেই খাদি কাপড় পরা থেকে বিরত থাকেন। তবে শীতে তারা খাদি দিয়ে তৈরি পোশাক পরতে পছন্দ করেন। সাধারণ ক্রেতাদের এই মানসিকতাকে কাজে লাগিয়ে শীতকালীন পোশাকে খাদির ব্যবহার বাড়াতে হবে।
খাদি শালের জনপ্রিয়তা রয়েছে আগে থেকেই। তাই এই পণ্যটি শীতকালে চলমান। তবে শীতকালীন অন্যান্য পোশাকেও খাদির ব্যবহার বাড়াতে হবে। যেমন ঃ শীতে ব্যবহৃত মাফলার তৈরিতে খাদি কাপড় ব্যবহার করা যেতে পারে। আবার জ্যাকেট, ব্লেজার, প্যান্ট তৈরিতেও খাদি কাপড়ের ব্যবহার করা যেতে পারে। এই ধরনের পোশাকে খাদির ব্যবহার ইতিমধ্যেই লক্ষ্য করা যায়। কারন ভারত থেকে বিভিন্ন দেশে যে ধরনের খাদি পণ্য বিক্রি হয়ে থাকে তাতে এ ধরনের পোশাক চোখে পড়ে।
পোশাক খাতে রপ্তানিতে বাংলাদেশের স্থান দ্বিতীয়। কাজেই এই সুনাম আমরা ব্যবহার করতে পারি আমাদের দেশীয় পণ্যের রপ্তানিতেও। তবে এর জন্য প্রয়োজন রপ্তানিযোগ্য মান সম্পন্ন পণ্য।