সংবাদ পাঠিকাদের মাধ্যমে খাদি শাড়ির প্রচার
আমাদের দেশে যেসব অফলাইন এবং অনলাইন সংবাদ মাধ্যম রয়েছে সেখানে সংবাদ উপস্থাপনায় ছেলেদের পাশাপাশি মেয়েদের সংখ্যাও কম নয়। নিজেকে ক্যামেরার সামনে প্রেজেন্ট করতে পরিপাটি হয়ে আসাটাও একটা চ্যালেঞ্জ। তবে আমাদের দেশে যারা সংবাদ পাঠিকা রয়েছেন তারা সবচেয়ে বেশি দেশীয় শাড়ি পরিধান করে থাকে এবং এর মধ্যে পরিপাটি করে শাড়ি পরার বিষয়টা ফুঁটে উঠে। এর ফলে আমাদের দেশীয় শাড়ি রিপ্রেজেন্ট করতে তাদের অনেক বড় ভূমিকা রয়েছে। কারন এই মাধ্যমে দেশে – বিদেশে সব যায়গায় আমাদের দেশীয় শাড়ির প্রচার হচ্ছে।
তাদের পরনে জামদানি, মণিপুরী, সুতি শাড়ি, হাফসিল্ক, বাটিক ইত্যাদি নানা ধরনের শাড়ি শোভা পায়। সবচেয়ে বেশি ভালো লাগে তাদের শাড়ি পরার ধরন। সুন্দর করে গুছিয়ে তারা শাড়ি পরে থাকে যা দেখলে যেকোন নারীর শাড়ি পরার প্রতি আগ্রহ বেড়ে যায়। এদের মাধ্যমে আমাদের দেশীয় ঐতিহ্য খাদি শাড়ির প্রচার বৃদ্ধি করা যেতে পারে। এমনটা হতে পারে খাদি নিয়ে কোন টক-শোর আয়োজন করা হয়েছে সেখানে একজন সংবাদ পাঠিকা খাদি শাড়ি পরে আছে বা দৈনন্দিন তার যে কান সংবাদ পাঠ করার কাজ সেখানেও সে খাদি শাড়ি পরতে পারে। তবে এর জন্য এসব বিষয় নিয়ে আমাদেরকে বেশি বেশি আলোচনার মাধ্যমে তা সবার নজরে নিয়ে আসতে হবে তবেই আস্তে আস্তে তা সম্ভব হবে। আমাদের দেশীয় শাড়ির চাহিদা বৃদ্ধিতে প্রয়োজন এর অনেক বেশি প্রচারণা। তাই আমাদের সবাইকে চেষ্টা করতে হবে এনিয়ে কাজ করার।