খাদি শালের বছর হবে এটি

গত বছর শীতে আমরা দেখেছি অনলাইনে বিদেশি শালকে পেছনে ফেলে দেশীয় শালের চাহিদা ছিল অনেক। অস্বাভাবিক পরিস্থিতির কারনে বিদেশি শালের তেমন আমদানি না থাকায় সবাই দেশীয় শাল ব্যবহার করার সুযোগ পেয়েছে এবং এই সুযোগে তারা দেশি শালের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে। দেশি শালের মধ্যে খাদি শালেরও চাহিদা ছিল। তবে আমি মনে করি গত বছরের তুলনায় এ বছর খাদি শাল আরও বেশি সাড়া ফেলতে পারবে। খাদি কাপড় পরার মধ্যে যে আরাম পাওয়া যায় তা অন্য কাপড়ে তেমন পাওয়া যায় না। এ বছর খাদি শালের চাহিদা হাতে বুনা খাদির ব্যবহার বৃদ্ধিতে সহায়তা করবে। খাদি মোটা এবং পাতলা দুই ধরনের শাল হয়ে থাকে এবং দেখতেও সুন্দর যেকোন পোশাকের সাথে মানিয়ে যাবে। খাদি শালের রঙ সফট এবং ডীপ কালারের হওয়াতে পছন্দ করতে সুবিধা হয়। দেশি অন্যান্য শালের সাথে খাদি শাল এ বছর নিজের ভালো একটা অবস্থান ধরে রাখতে পারবে বলে আমি আশাবাদী। তবে এনিয়ে এখন থেকেই উদ্যোক্তাদের প্রচারণা চালাতে হবে যেন শীত আসার আগেই শালের সব ধরনের কাজ গুছিয়ে রাখা যায়।
#খাদি_শালের_বছর