ছোট গ্রুপের মাধ্যমে খাদি শালের প্রচার বাড়বে
ছোট গ্রুপের শক্তি সম্পর্কে ইতিমধ্যে আমরা জেনে গেছি। রাজিব আহমেদ স্যার অনেক আগেই বলেছিলেন যত দিন যাবে ছোট গ্রুপের শক্তি বৃদ্ধি পেতে থাকবে। ২০২০ সালেও যেখানে আমরা বিদেশি শাল ব্যবহার করতাম এবং অন্যদের ব্যবহারে উৎসাহিত করতাম অথচ ২০২০ সালের শেষের দিকে স্যার যখন দেশীয় শাল নিয়ে প্রচার শুরু করলেন তখন থেকেই বিদেশি শালের পরবর্তে দেশীয় সালের প্রচার বৃদ্ধির সাথে সাথে ক্রেতার সংখ্যা বৃদ্ধি পেতে থাকলো। আর এর পেছনে কাজ করেছিল স্যারের আরেকটি চমৎকার আইডিয়া আরিফা মডেল। আরিফা মডেলের শক্তি এখন এতো বেড়েছে যে, যেকোন ওয়েভ সফল হওয়ার পেছনে এই মডেলের গুরুত্ব সবচেয়ে বেশি।
শীতে শালের ওয়েভে আরিফা মডেল ফলো করা ছোট ছোট গ্রুপের কারনে একসাথে কয়েকশ গ্রুপে দেশীয় শাল নিয়ে আলোচনা হবে। এর ফলে দেশীয় অন্যান্য শালের সাথে খাদি শালের প্রচারও বৃদ্ধি পাবে। হাতে বুনা খাদির ব্যবহার সবচেয়ে বেশি হতে পারে শীতের সময়। তাই হাতে বুনা খাদি কাপড়ের উৎপাদন বৃদ্ধি করতে হলে খাদি শাল তৈরিতে বিশেষ গুরুত্ব দিতে হবে। আশা করি এ বছর ছোট ছোট গ্রুপগুলোতে খাদি শাল নিয়ে আলোচনার মাধ্যমে খাদির প্রচার বৃদ্ধি পাবে।