ওড়না হিশেবে খাদি হিজাবের ব্যবহার
খাদি হিজাবের অন্যতম বৈশিষ্ট্য হলো এগুলো অনেক বড় হয় অর্থাৎ হিজাব ছাড়াও কেউ চাইলে ওড়না হিশেবে খাদি হিজাব ব্যবহার করতে পারে।
ওড়না সাধারণ মেয়েদের একটি পোশাক। ওড়নাকে আবার চাদর বা দোপাট্টাও বলা হয়। এই উপমহাদেশে ওড়না পরার প্রচলন হাজার বছর আগে থেকেই শুরু হয়। মূলত সেলোয়ার-কামিজ এবং লেহেঙ্গার সাথে ওড়না পরা হয়ে থাকে। তবে বর্তমানে শুধু সেলোয়ার-কামিজ এবং লেহেঙ্গা না এর সাথে কুর্তি, টপ্স, ওয়েস্টার্ন ড্রেসের সাথেও অনেকে বিভিন্ন স্টাইলে ওড়না পরে থাকে। কাজেই ওড়নার ব্যবহার মেয়েদের মধ্যে নানাভাবে লক্ষ্য করা যায়। যার জন্য ওড়নার আলাদা বাজারও রয়েছে।
বাজারে গেলে দেশি-বিদেশি দুই ধরনের ওড়নার চাহিদা চোখে পরে। তবে আমাদের লক্ষ্য দেশীয় কাপড়ের তৈরি ওড়নার চাহিদা বৃদ্ধি করা।
খাদি নিয়ে কাজ করার সুবাদে খাদি ওড়না নিয়েও কাজ করার সুযোগ হয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওড়নার পাশাপাশি খাদি হিজাবগুলো অনেকে ওড়না হিশেবে পছন্দ করছে। কারন খাদি হিজাব সাইজে বড় হওয়াতে সহজে ওড়না হিশেবে ব্যবহার করা যায়, হিজাবগুলো পাতলা হওয়াতে পরতে আরামদায়ক, হিজাবের রঙ ইত্যাদি বিষয়গুলো ক্রেতাদের খাদি হিজাবগুলো ওড়না হিশেবে পরতে আগ্রহ তৈরি করেছে।
আমাদেরকে দেশীয় পণ্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধি করতে হলে ক্রেতারদের আগ্রহের বিষয়গুলো নিয়ে বেশি বেশি আলোচনা করতে হবে। যেমনটা খাদি হিজাব ওড়না হিশেবে ব্যবহারের বেলায় হয়েছে।