খাদি কাপড়ের তৈরি লুঙ্গির ব্যবহার নিয়ে কন্টেন্ট তৈরি করতে হবে
লুঙ্গি পরার সূচনা দক্ষিণ ভারতে শুরু হলেও বর্তমানে দক্ষিণ এশিয়ার অনেক দেশে এই পোশাকটি ছেলেদের নিত্যদিনের পরিধেয় পোশাকের মধ্যে অন্যতম। বাংলাদেশের সব সম্প্রদায়ের লোকেদের মধ্যে লুঙ্গি পরার প্রচলন রয়েছে। এছাড়া আদিবাসী নারীরাও লুঙ্গি পরে থাকেন যা তাদের ভাষায় ‘থামি’ নামে পরিচিত। তবে তাদের পরার ধরন কিছুটা আলাদা।
বাংলাদেশের বিভিন্ন জেলায় তৈরি লুঙ্গি বিদেশেও রপ্তানি করা হয়ে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও নরসিংদী জেলায় উৎপাদিত লুঙ্গি। সুতার কাউন্টের উপর নির্ভর করে এসব লুঙ্গির ভিন্নতা লক্ষ্য করা যায়। আগে হাতে বুনা তাঁতে লুঙ্গি তৈরি হলেও বর্তমানে চাহিদার কথা চিন্তা করে পাওয়ার লুমেই বেশি লুঙ্গি তৈরি হয়ে থাকে।
এক রঙের লুঙ্গির যেমন কদর রয়েছে তেমনি বিভিন্ন রঙের অর্থাৎ মিক্সড করা কালারের লুঙ্গির প্রতিও রয়েছে ক্রেতার আগ্রহ। যেমন ঃ অনেকে বাটিক লুঙ্গি পরতে পছন্দ করেন।
লুঙ্গির এই বিপুল চাহিদা পূরণ করতে পারে খাদি কাপড়ের তৈরি লুঙ্গি। খাদি কাপড় দিয়ে অন্যান্য পণ্যের পাশাপাশি লুঙ্গিও তৈরি হয় তবে এর তেমন প্রচারণা নেই। যার জন্য অনেকেই জানে না। খাদি কাপড়ের তৈরি লুঙ্গির প্রচারণা বৃদ্ধি করতে প্রয়োজন খাদি লুঙ্গি নিয়ে কন্টেন্ট তৈরি করার। সেই কন্টেন্টে তুলে ধরতে হবে খাদি লুঙ্গি ব্যবহার নানা দিক। রপ্তানিযোগ্য এই পণ্যের চাহিদা বৃদ্ধিতে ব্যাপক আলোচনা প্রয়োজন। তাহলে এক সময় খাদিসহ অন্যান্য যেসব কাপড়ের তৈরি লুঙ্গির তেমন প্রচারণা নেই সেগুলো নিয়েও নানা ধরনের তথ্য উঠে আসবে সবার সামনে।