খাদির উন্নত মানের ইকোসিস্টেম দাঁড় করাতে হবে
একটি পণ্য এগিয়ে নিয়ে যেতে হলে প্রয়োজন উন্নত মানের একটি ইকোসিস্টেম। ইকোসিস্টেম যত ভালো হবে পণ্যের এগিয়ে যাওয়া তত সহজ হবে। খাদি আমাদের ঐতিহ্যবাহী পণ্য এবং এই খাদির রয়েছে হাজার বছরের ইতিহাস। আমরা যারা খাদি নিয়ে কাজ করছি আমাদের প্রতিনিয়ত চেষ্টা থাকে কিভাবে খাদি ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে তা নিয়ে কাজ করা। তবে সবচেয়ে প্রয়োজনীয় হলো খাদি পণ্যের ভালো ইকোসিস্টেম গড়ে তোলা।
ইকোসিস্টেম হচ্ছে একটি পণ্য তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় কার্যক্রম। ভালো মানের ইকোসিস্টেম তৈরি করতে হলে প্রয়োজন খাদি নিয়ে কন্টেন্ট তৈরি করা। কন্টেন্ট বিভিন্ন ধরনের হতে পারে লিখিত, অডিও, ভিডিও এবং ছবি। তবে এসব কন্টেন্ট হতে হবে খাদি তৈরি করা তাঁতিদের নিয়ে, খাদি দিয়ে তৈরি বিভিন্ন পণ্য নিয়ে। পণ্য বিক্রি কিভাবে করবে এ ধরনের কন্টেন্ট নয়।
এছাড়া ডিজিটাল মার্কেটিং, কুরিয়ার সার্ভিস, পেমেন্ট গেটওয়ের সিস্টেমেও পরিবর্তন নিয়ে আসতে হবে তবেই খাদির ভালো মানের ইকোসিস্টেম গড়ে উঠবে। খাদির ভালো মানের ইকোসিস্টেম খাদি পণ্যের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে এবং পণ্যের মান উন্নয়নে কাজ করবে।