খাদির অভ্যন্তরীণ বাজার চাহিদা তৈরি করতে হবে
একজন উদ্যোক্তার উদ্যোগ পরিচালনায় তার কিছু সামাজিক দায়বদ্ধতাও থাকে। অর্থাৎ তার উদ্যোগের ফলে সমাজের কি উন্নয়ন হচ্ছে সেই দিকটাও তাকে খেয়াল রাখতে হবে। তাই আমরা যারা দেশি পণ্যের উদ্যোক্তা আমাদের জন্য এই দায়বদ্ধতা একটু বেশি। কারন আমাদের উদ্যোগ পরিচালনার মধ্য দিয়েই দেশীয় পণ্য তৈরির পেছনে যাদের অবদান রয়েছে তাদের জীবনযাত্রা নির্ভর করে। বিশেষ করে তাঁত শিল্পের গুরুত্ব এদিকে সবচেয়ে বেশি। প্রতি বছর বস্ত্রের চাহিদা মেটাতে আমদানি করতে হয়। কিন্তু বর্তমানে ডলার ক্রাইসিসের কারনে অনেক পণ্যের উপরেই সরকার আমদানি বন্ধ রেখেছে। যার জন্য দেশি পন্যই আমাদের একমাত্র ভরষা।
বস্ত্রের এই চাহিদা মেটাতে দেশীয় খাদি শিল্প গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে তবে এর জন্য খাদির পণ্যের অভ্যন্তরীণ বাজার চাহিদা তৈরি করতে হবে। অর্থাৎ খাদির প্রচারের মাধ্যম সাধারণ ক্রেতাদের মধ্যে খাদি নিয়ে আগ্রহ তৈরি করতে হবে। বর্তমানে খাদি শিল্পের অবস্থান কেমন এবং এতে কি কি পরিবর্তন আনলে বস্ত্রের যোগান সহজ হবে এসব দিক নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা প্রয়োজন। এছাড়া আমরা যারা দেশি পণ্যের অনলাইন উদ্যোক্তা রয়েছি এবং অনলাইনে যে বিপুল সংখ্যক সাধারণ মানুষের পদচারণা রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে অনলাইনে খাদি পণ্যের প্রচারণা চালাতে হবে। তবেই আস্তে আস্তে খাদির অভ্যন্তরীণ বাজার চাহিদা তৈরি হবে যা বস্ত্রের আমদানি ব্যয় কমিয়ে আনবে।