জি আই পণ্য হিসেবে স্বীকৃতির আবেদনের জন্য কুমিল্লার খাদির বিশেষ দিকগুলো তুলে ধরতে হবে
একটি পণ্য জি আই ট্যাগ পেতে হলে সেই অঞ্চলে উৎপাদিত পণ্যের কিছু বিশেষত্ব থাকতে হয় যা অন্য অঞ্চলে তৈরি পণ্যের সাথে মিলবেনা।
খাদি বাংলাদেশের অন্যান্য আরও অনেক জেলায় উৎপাদিত হলেও কুমিল্লার খাদি তৈরির সাথে এসব খাদি তৈরির অনেক তারতম্য রয়েছে। এই যেমন ঃ কুমিল্লার খাদি তৈরির জন্য হাতে কাটা যে সুতা রয়েছে তা অন্যান্য জেলা থেকে আলাদা। তাই খাদি তৈরিতে ব্যবহৃত সুতার পার্থক্য খুব সহজে লক্ষ্য করা যায়। এইটা কুমিল্লার খাদি তৈরির একটি বিশেষ দিক বলা যায়।
আবার কুমিল্লা জেলায় খাদি শিল্পকে কেন্দ্র করে নানা ধরনের সংস্থা গড়ে উঠেছে। এসব দিকগুলো যদি ভালোভাবে তথ্য সংগ্রহ করে তুলে ধরা যায় তাহলে কুমিল্লার খাদি শিল্পকে জি আই ট্যাগের জন্য আবেদন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা যাবে।
এখন আমরা যারা এই শিল্প নিয়ে কাজ করছি বা যারা কুমিল্লা থেকে আরিফা মডেল ফলো করছে তারা কিন্তু নিজ জেলার এই পণ্যটির জি আই ট্যাগের জন্য তথ্য সংগ্রহ করে সাহায্য করতে পারে। যত বেশি তথ্য জানা যাবে ততই সহজ হবে কুমিল্লার খাদিকে জি আই ট্যাগ দিতে আবেদন করতে।