ইদে দেশীয় খাদি থ্রি – পিস
ইদে অন্যান্য পোশাকের সাথে থ্রি – পিসের চাহিদা থাকে সবচেয়ে বেশি। নিজের জন্য হোক বা প্রিয়জনকে উপহার দেয়ার জন্য হোক থ্রি – পিস থাকে পছন্দের শীর্ষে। ইদে থ্রি – পিসের এই চাহিদা মেটাতে আমদানি করতে হয় অনেক বেশি। মার্কেটগুলোতে ইদের সময় বিদেশি পোশাকের চাহিদা থাকে বেশি। এর কারন হচ্ছে দেশীয় পণ্যের প্রচার তেমন নেই। তবে বিগত বছরের তুলনায় এখন দেশীয় পণ্যের প্রতি ক্রেতার আকর্ষণ বেড়েছে যা সম্ভব হয়েছে দেশীয় পণ্যের প্রচারের জন্য।
দেশীয় কাপড়ের তৈরি থ্রী – পিসের মধ্যে খাদি কাপড়ের তৈরি থ্রী – পিস অন্যতম। কালের পরিক্রমায় খাদি কাপড়ের তৈরি থ্রী – পিসে এখন এসেছে পরিবর্তন। এখন আর শুধু এক রঙের কাপড় দিয়ে থ্রি – পিস তৈরি করা হয় না বরং এগুলোর উপর ব্লক, বাটিক, হ্যান্ডপেইন্ট, এপ্লিক, এমব্রয়ডারি সব ধরনের কাজি করা হয়। সেই সাথে থ্রি – পিসের ডিজাইনেও এসেছে নতুনত্ব। ইদ উপলক্ষেও দেশীয় বিভিন্ন ব্রান্ডগুলো খাদি কাপড়ের তৈরি নানা ধরনের থ্রি – পিস নিয়ে আসছে। এর ফলে ইদে খাদি কাপড়ের তৈরি থ্রী – পিসের চাহিদা বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করা যায়। সেই সাথে যারা দেশীয় পণ্যের খাদি উদ্যোক্তা রয়েছে তারাও খাদি কাপড়ের তৈরি থ্রী – পিস ইদ উপলক্ষে তৈরি করছে।