গরমে খাদি কুর্তি
গরমে সবাই আরামদায়ক পোশাক পরিধান করতে চায়। তাই গরমে পছন্দের শীর্ষে থাকে সুতি কাপড়ের তৈরি পোশাক। বর্তমানে ফ্যাশন দুনিয়ায় অন্যতম পোশাক হলো কুর্তি। যেকোন বয়সী নারীকে খুব সহজে মানিয়ে যায় কুর্তিতে। বিশেষ করে অফিসগামী নারীদের এখন পছন্দের অন্যতম পোশাক হলো কুর্তি। তাই চাহিদার কথা মাথায় রেখে খাদি কাপড় দিয়ে তৈরি কুর্তির প্রচার বাড়াতে পারে খাদি নিয়ে কাজ করা উদ্যোক্তারা। বিভিন্ন ডিজাইন এবং কাট ও লুকের ভিন্নতা কুর্তিতে এনে দিতে পারে নতুন রূপ।
গলার ডিজাইনের মধ্যে সেমি বোট নেক, পোর্ট্রেট, স্কয়ার, গেদার্ড নেক, সেট ইন স্লিভ নেক গলায় কাস্টমাইজ করে কুর্তি বানিয়ে নিতে অনেকেই স্বাচ্ছন্দ্যেবোধ করে। নতুন নতুন ডিজাইন আনার মাধ্যমে কুর্তি এখন নারীদের অন্যতম পোশাক হয়ে দাঁড়িয়েছে।
গলার ডিজাইনের পাশাপাশি হাতার ডিজাইনেও রয়েছে ভিন্নতা। যেমন ঃ বেল স্লিভ, ঢিলেঢালা ফুল স্লিভ, কাফ স্লিভ, লেয়ার র্যাফেল স্লিভ, প্লেইন লং স্লিভ, ঘটি হাতা ইত্যাদি। এছাড়া ফুলেল নকশা, ব্লক প্রিন্ট, টাই-ডাই, সুতার কাজ করা, এমব্রয়ডারির কাজ করা কিংবা বাহারি ছাপার কুর্তিগুলো তৈরি হয় সুতি কাপড়ের তৈরি কুর্তিতে দেখা যায়।
সিঙ্গেল কামিজ বা কুর্তির বড় সুবিধা হলো, এর সঙ্গে ম্যাচিং সালোয়ার প্রয়োজন নেই। এর সঙ্গে অনায়াসেই জিন্স, লেগিন্স বেশ মানিয়ে যায়। লম্বা সিঙ্গেল কামিজের সঙ্গে পালাজ্জো, লেগিন্স- দুটোই পরতে পারে মেয়েরা। এখন এর সঙ্গে কটির ট্রেন্ডও এসেছে। তাই শর্ট ওড়না ছাড়াও কুর্তির কটি পরলে স্মার্ট লাগে। আর কটিও খাদি কাপড় দিয়ে তৈরি করা যায় এবং দেখতে খুব স্টাইলিশ লাগে।
খাদি কাপড়ের তৈরি কুর্তিতে অনায়াসে উপরে উল্লেখিত বিষয়গুলো বিবেচনা করে কাজ করা যাবে। এতে করে দেশীয় খাদি কাপড়ের তৈরি কুর্তির চাহিদা বৃদ্ধি পাবে।